হোম > বিশ্ব > এশিয়া

দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা, স্থগিত সংসদ সদস্যপদও

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। 

পিটার মনোনয়ন বাতিলের বিষয়ে থাইল্যান্ডের পার্লামেন্ট রাত্থাসাফার নিম্নকক্ষের স্পিকার বলেন, ‘পার্লামেন্টের চলতি সেশনে টানা দুই বার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন পেতে পারবেন না পিটা।’ গত সপ্তাহেও পিটা দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদের জন্য পার্লামেন্টে ভোটের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন। 
 
এদিকে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, পিটাকে অস্থায়ীভাবে তার পার্লামেন্টারি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, হিসেবে আদালত জানিয়েছে পিটার বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ রয়েছে। 

বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের ঐকমত্যের ভিত্তিতে আদালত বলেছে যে, তারা নির্বাচন কমিটির একটি আবেদন বিবেচনা নিয়েছে যার ফলে সংসদ সদস্য হিসেবে পিটার মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হবে। আদালত আরও জানিয়েছে, সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে পিটা পার্লামেন্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকবেন। 

পিটার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অধুনালুপ্ত একটি গণমাধ্যম কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন। অথচ থাই সংবিধান অনুসারে, আইনপ্রণেতাদের কোনো ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকা নিষিদ্ধ। তবে পিটা জানিয়েছেন, তিনি এই মালিকানা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে