হোম > বিশ্ব > এশিয়া

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত বেড়ে ৭৬ 

নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানিয়েছেন, গত শুক্রবার (৭ অক্টোবর) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ আশ্রয়স্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন বন্যাদুর্গত মানুষ ছিলেন।

তানিমু আরও জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট অনুসন্ধান অভিযান চালাচ্ছে। নৌকায় যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

এ দুর্ঘটনাতে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি বলেছেন, নিখোঁজদের জন্য জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, নিখোঁজদের জন্য জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে জন্য তিনি পানি পথে চলাচলে সুরক্ষা প্রোটোকল পরীক্ষা করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নকো বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে এবং ডুবে যাওয়ার আগে নৌকাটি একটি সেতুতে আঘাত হেনেছে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে পানির গভীরতা অনেক বেশি। এ জন্য অনুসন্ধান ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখানে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ 

অ্যানামব্রার গভর্নর চার্লস সোলুডো নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের দুর্ঘটনা তাঁর প্রদেশের বাসিন্দাদের এবং প্রাদেশিক সরকারের জন্য বিস্ময়কর। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। বেশির ভাগ সময় অতিরিক্ত যাত্রী বহন ও দুর্বল নিরাপত্তার কারণে দুর্ঘটনাগুলো ঘটে। 

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের