হোম > বিশ্ব > এশিয়া

চীনে পুতিন ভাষণ শুরু করতেই আসন ছেড়ে চলে গেলেন ইউরোপীয় প্রতিনিধিরা

রাষ্ট্রীয় সফরে চীনে সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার আলোচিত মাল্টি বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ নিয়ে বড় ধরনের একটি সম্মেলনের আয়োজন করে চীন। পুতিনসহ বেশ কয়েকজন বিশ্বনেতা এবং সহস্রাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 

চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। পরে তিনি পুতিনকে নিয়ে সম্মেলনের মূল স্টেজে গিয়ে বসেন। একপর্যায়ে পুতিন ভাষণ শুরু করার আগমুহূর্তে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান একদল প্রতিনিধি। এসব প্রতিনিধির একটি বড় অংশ ছিলেন ইউরোপীয়। 

আজ বৃহস্পতিবার রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ভাষণ উপেক্ষা করে গ্রেট হল ছেড়ে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিনও। 

সম্মেলনের একটি ভিডিওতেও দেখা গেছে, সি চিন পিং বক্তব্য দেওয়ার পর পুতিনের বক্তব্য শুরুর আগে রাফারিন ও অন্য প্রতিনিধিরা গ্রেট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। 

আরেকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকজন সহযোগী বেষ্টিত হয়ে আছেন পুতিন। একজনের হাতে তাঁর তথাকথিত সেই পারমাণবিক ব্রিফকেসও ছিল। বলা হয়ে থাকে, পারমাণবিক হামলার নির্দেশ দিতে এই ব্রিফকেস ব্যবহার করেন রুশ প্রেসিডেন্ট। 

চীনে আমন্ত্রণ জানানোর জন্য সি চিন পিংকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন পুতিন। তিনি বলেন, চীনের প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। 

গত মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন থেকে রাশিয়ায় অবৈধভাবে অসংখ্য শিশু নিয়ে যাওয়ার অভিযোগে গত মার্চে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই পরোয়ানার পর থেকে দ্বিতীয় কোনো দেশ হিসেবে চীন সফর করেছেন পুতিন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় যে গুটি কয়েক দেশে পুতিন নির্বিঘ্নে যেতে পারেন তার মধ্যে চীন একটি। কারণ, আইসিসির চুক্তিতে চীন এখনো স্বাক্ষর করেনি।

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা