ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুল হাসান বনি-সদর (৮৮) মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থতা থাকার পর আজ শনিবার প্যারিসের একটি হাসপাতালে তিনি মারা যান। বনি-সদরের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর স্ত্রী এবং সন্তানরা এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি ১৯৮০ সালে প্রথম প্রেসিডেন্ট হন। এতে তাঁকে সহযোগিতা করেছিল ওই সময়ের ধর্মীয় নেতারা। কিন্তু মৌলবাদী আলেমদের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের পর তিনি পরের বছর ফ্রান্সে পালিয়ে যান। এরপর ফ্রান্সেই তিনি তাঁর বাকি জীবন কাটিয়েছিলেন।
তাঁর পরিবার বলেছে, বনি-সদর ধর্মের নামে নতুন অত্যাচার ও নিপীড়নের মুখে স্বাধীনতা রক্ষা করেছিলেন।
বনি-সদরের দীর্ঘ দিনের সহকারি পাকনেজাদ জামালেদিন রয়টার্সকে বলেছেন, তাঁর পরিবার বনি-সদরকে ভার্সিলিসে দাফন করবেন, যেখানে তিনি তাঁর নির্বাসন জীবন কাটিয়েছেন।