হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে চেনাবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন ৩৫ জন। থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লাগে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

এখন পর্যন্ত পাওয়া খবরে নিহতরা সবাই থাই নাগরিক বলেও জানিয়েছেন উত্তিপং সোমজাই।

এদিকে স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন লাগার পর ভেতরে থাকা মানুষ দৌড়ে বের হয়ে যাচ্ছেন। কয়েকজনকে শরীরে আগুন নিয়ে দৌড়াতে দেখা গেছে।

আইএনএন নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও চার জন নারী রয়েছেন। আগুন লাগার খবর পেয়ে ফ্লু তা লুয়াং থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। 

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক