হোম > বিশ্ব > এশিয়া

চীন থেকে সুপারসনিক যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসনিক যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে নেপিডো বেইজিংকে বেশ কয়েকটি এফটিসি-২০০০জি সিরিজের যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করেছে। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে কুনমিং হয়ে মিয়ানমার বিমানবাহিনীর অন্তত ৮ জন পাইলট, ৮ জন প্রকৌশলী এবং অন্তত ২ অস্ত্র বিশেষজ্ঞ চীন সফর করেন। চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধ থাকায় মিয়ানমারের প্রতিনিধি দলটি কুনমিংয়েই বেশ কয়েক দিন কোয়ারেন্টিনে ছিল। সফরে যাওয়া পাইলটেরা চীনের তৈরি এফ-৭ ইন্টারসেপ্টর, মার্কিন এ-৫ বোম্বার যুদ্ধবিমান চালানোয় পারদর্শী।

এই যুদ্ধবিমানগুলো কেনা-বেচায় মধ্যস্থতাকারী একটি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলো মিয়ানমারের যুদ্ধবিমানের বহরে থাকা এফ-৭ এস এবং এ-৫ এসকে প্রতিস্থাপন করবে। এবং এই বিমানগুলোকে দেশটির শান রাজ্যের নামসাঙ বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। একেকটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমানের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ডলার করে।

এফটিসি-২০০০জি মূলত দুই আসন বিশিষ্ট মাঝারি পাল্লার মাল্টি রোল ট্রেইনার যুদ্ধবিমান। চীনের গুইঝৌ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) সরাসরি তত্ত্বাবধানে এই বিমানগুলো তৈরি করে থাকে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে