নাটকে নারীদের অভিনয় নিষিদ্ধ, নারী সাংবাদিকদের ড্রেস কোডসহ কয়েকটি নতুন নির্দেশনা নিয়ে আফগানিস্তানে গণমাধ্যমে ‘ধর্মীয় নির্দেশিকা’ প্রকাশ করেছে তালেবান সরকার।
এ গাইডলাইন নারীদের নিয়ন্ত্রণে রাখার নতুন রূপ বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী এবং অনেক পেশাজীবী নারী। এ নির্দেশনার অজুহাতে নারী সাংবাদিকদের হেনস্তা করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
নারীদের জন্য টিভি চ্যানেল চালু করা নারী সাংবাদিক জেহরা নবী সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘কর্মীদের নিয়ে কাজ করার নিরাপদ জায়গা পাচ্ছি না।’ তার চ্যানেল এখন বন্ধ।
আগস্টে চাকরি হারানো সাংবাদিক সোনিয়া আহমাদিয়ার বলেন, ‘গণমাধ্যমের মুখ বন্ধ করা হচ্ছে’।
মানবাধিকারকর্মী শাকাইক হাকিমি বলেন, ‘এভাবে কোনো কিছু চাপিয়ে দিলে আমরা সেটা মেনে নেব না।’
এর আগে গত সপ্তাহে নির্দেশিকা প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইট ওয়াচ।