হোম > বিশ্ব > এশিয়া

৩ বছরের শিশুকে ভালুকের সামনে ফেলে দিলেন মা

তিন বছরের মেয়েশিশুকে ভালুকের সামনে ফেলে দিলেন এক মা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে। পরে সন্তানকে হত্যাচেষ্টার মামলায় ওই মাকে আসামি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, তাসখন্দ চিড়িয়াখানার মর্মান্তিক ফুটেজে দেখা যাচ্ছে, ভালুকের সামনে ফেলার আগে মা তাঁর মেয়েটিকে রেলিংয়ের ওপর ঝুলিয়ে রেখেছিলেন।

জুজু নামের ভালুকটি তখন ওই ঘেরের মধ্যে ঘুরছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে ঘেরে ফেলে দেওয়ার পর ভালুকটি কাছে গিয়েছিল এবং তাকে শুঁকছিল। তবে শেষ পর্যন্ত ভালুকটি ওই শিশুর কোনো ক্ষতি করেনি।

পরে চিড়িয়াখানার কর্মীদের তৎপরতায় ওই শিশুকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা হয়, চিড়িয়াখানার ছয়জন কর্মী ওই ঘেরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১৫ বছরের জেল হতে পারে।

চিড়িয়াখানার মুখপাত্র বলেন, একজন নারী একটি ছোট মেয়েকে একটি বাদামি ভালুকের ঘেরে সমস্ত দর্শনার্থীর সামনে নিক্ষেপ করে।

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার