হোম > বিশ্ব > এশিয়া

তাঙ্গারাজু সুপিয়াহ: গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে ফাঁসি কার্যকর হলো যার

গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর। ওই ব্যক্তির নাম তাঙ্গারাজু সুপিয়াহ। বুধবার (২৬ এপ্রিল) ভোরে চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। 

অধিকারকর্মীরা বলছেন, দুর্বল তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঙ্গারাজু নির্দোষ বলে দাবি তাঁর পরিবারের। তবে সরকার জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

মাদককাণ্ডে গত বছর একজন বুদ্ধিপ্রতিবন্ধীসহ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সে সময় সমালোচনার ঝড় ওঠে। এশিয়ার সিঙ্গাপুরেই সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে। 
 
তাঙ্গারাজুকে শেষ মুহূর্তে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে কয়েক দিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে একটি চিঠি পাঠিয়েছিল পরিবার ও অধিকারকর্মীরা। তবে ২০১৮ সালের আইন অনুযায়ী শেষ মুহূর্তের আপিল প্রত্যাখ্যান করেন সিঙ্গাপুরের আদালত। এর আগে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মামলার পর্যালোচনার আহ্বান জানিয়েছিলেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 

সিঙ্গাপুরের প্রতিবেশী দেশ মালয়েশিয়া এই মাসের শুরুতে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করেছে। পাশের আরেক দেশ থাইল্যান্ডসহ বিশ্বের অনেক জায়গায় গাঁজাকে বৈধ করা হয়েছে। এমনকি গাঁজার বাণিজ্যকে উৎসাহিত করা হয় থাইল্যান্ডে। 

 ২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে এক কেজি গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাঙ্গারাজুকে। যদিও গাঁজা সরবরাহের সময় তিনি ধরা পড়েননি। প্রসিকিউটরদের দাবি, পুরো বিষয়টি সমন্বয় করেছেন তাঙ্গারাজু।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি