হোম > বিশ্ব > এশিয়া

চীন থেকে আমদানি বন্ধ করলে বছরে জাপানের জিডিপি কমবে ১০ শতাংশ

চীন থেকে আমদানি বন্ধ করলে এক ধাক্কায় জাপানের জিডিপি হ্রাস পাবে অন্তত ১০ শতাংশ। যা জাপানি মুদ্রায় ৫৩ লাখ কোটি ইয়েন (৩৫ হাজার ৩০০ কোটি ডলার)। গত ১৮ অক্টোবর জাপানির একটি শীর্ষস্থানীয় বাণিজ্য বিষয়ক পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের বরাত দিয়ে হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জাপানের অর্থনীতি বেশ অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা ইয়েন গত মার্চ থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ৩১ শতাংশ মূল্য হারিয়েছে। যা জাপানে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ অর্থনীতির গতিপথ দারুণভাবে বদলে দিয়েছে। 

জাপানের ফুগাকু সুপার কম্পিউটার ব্যবহার করে দেশটির ওসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসুয়ুকি টোডো হিসাব করে দেখিয়েছেন, চীন থেকে আমদানি একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হলে তা জাপানের অর্থনীতিতে কেয়ামত ডেকে আনবে। বিশেষ করে, যন্ত্র এবং কাচামাল, ইলেকট্রনিক পণ্য, গাড়ি, কাপড় এবং অন্যান্য পণ্য স্রেফ দুই মাস বন্ধ থাকলেই এই পরিমাণ ক্ষতি হবে। 

টোকিও ভিত্তিক পরামর্শদাতা সংস্থা আউলসের মতে, যদি চীনের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয়, তবে একটি ব্যক্তিগত কম্পিউটারের দাম বাড়বে অন্তত ৫০ শতাংশ, স্মার্টফোনের দাম বাড়বে ২০ শতাংশ। সংস্থাটির মত, সরবরাহ লাইন পরিবর্তন করা বরং জাপানের জন্যই আরও ব্যয়বহুল হবে। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত