হোম > বিশ্ব > এশিয়া

চীন থেকে আমদানি বন্ধ করলে বছরে জাপানের জিডিপি কমবে ১০ শতাংশ

চীন থেকে আমদানি বন্ধ করলে এক ধাক্কায় জাপানের জিডিপি হ্রাস পাবে অন্তত ১০ শতাংশ। যা জাপানি মুদ্রায় ৫৩ লাখ কোটি ইয়েন (৩৫ হাজার ৩০০ কোটি ডলার)। গত ১৮ অক্টোবর জাপানির একটি শীর্ষস্থানীয় বাণিজ্য বিষয়ক পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের বরাত দিয়ে হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জাপানের অর্থনীতি বেশ অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা ইয়েন গত মার্চ থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ৩১ শতাংশ মূল্য হারিয়েছে। যা জাপানে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ অর্থনীতির গতিপথ দারুণভাবে বদলে দিয়েছে। 

জাপানের ফুগাকু সুপার কম্পিউটার ব্যবহার করে দেশটির ওসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসুয়ুকি টোডো হিসাব করে দেখিয়েছেন, চীন থেকে আমদানি একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হলে তা জাপানের অর্থনীতিতে কেয়ামত ডেকে আনবে। বিশেষ করে, যন্ত্র এবং কাচামাল, ইলেকট্রনিক পণ্য, গাড়ি, কাপড় এবং অন্যান্য পণ্য স্রেফ দুই মাস বন্ধ থাকলেই এই পরিমাণ ক্ষতি হবে। 

টোকিও ভিত্তিক পরামর্শদাতা সংস্থা আউলসের মতে, যদি চীনের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয়, তবে একটি ব্যক্তিগত কম্পিউটারের দাম বাড়বে অন্তত ৫০ শতাংশ, স্মার্টফোনের দাম বাড়বে ২০ শতাংশ। সংস্থাটির মত, সরবরাহ লাইন পরিবর্তন করা বরং জাপানের জন্যই আরও ব্যয়বহুল হবে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি