হোম > বিশ্ব > এশিয়া

সহিংসতায় ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম পুনর্নির্মাণ করবে ইন্দোনেশিয়া

সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’

উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।

স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে। 

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট