হোম > বিশ্ব > এশিয়া

জাপান সাগরে নৌ ও বিমান মহড়া চালাবে চীন-রাশিয়া

জাপান সাগরে যৌথ নৌ এবং বিমানবাহিনীর মহড়া শুরু করতে যাচ্ছে চীন এবং রাশিয়া। আজ রোববার চীনা নৌবাহিনীর একটি বহর জাপান সাগরের উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরে শুরু হতে যাওয়া যৌথ এই মহড়ার নাম ‘নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ ’। এই মহড়ার উদ্দেশ্য হলো, ‘কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করা।’ 

চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্র বেইজিং ও মস্কোর মধ্যে সামরিক যোগাযোগ বেড়েছে বলে অভিযোগ করলেও রাশিয়া এবং চীন এ ধরনের মহড়া অব্যাহত রেখেছে। 

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, চীনা বহরে সব মিলিয়ে পাঁচটি যুদ্ধজাহাজ এবং চারটি জলচর হেলিকপ্টার রয়েছে। রোববার চীনের পূর্বাঞ্চলের কুইংদাও অঞ্চলের বন্দর থেকে বহরটি জাপান সাগরের উদ্দেশে রওনা করে। এর আগে, শনিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, রাশিয়াও জাপান সাগরে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণ করবে। রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশগ্রহণ করছে। 

বিশ্লেষকেরা বলছেন, এই মহড়ার মধ্য দিয়ে চীন এবং রাশিয়ার সামরিক মৈত্রী অনন্য মাত্রায় পৌঁছাবে। এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের ঠিক আগে বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় পুতিন বলেছিলেন, রাশিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্ব হলো ‘সীমাহীন।’ 

তারই ধারাবাহিকতায় দুই দেশই বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাবকে ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে সহযোগিতার নানা ক্ষেত্র বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সামরিক খাত। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাও আগের চেয়ে অনেক বেড়েছে।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার