হোম > বিশ্ব > এশিয়া

তুলা দিয়ে নকল বরফ তৈরি করে পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগ চীনে

ছবি: সংগৃহীত

শীতের সৌন্দর্যের জন্য বিখ্যাত চীনের সিচুয়ান প্রদেশের একটি পর্যটন গ্রাম। কিন্তু এবার এই গ্রামের কর্তৃপক্ষ নকল তুষারের কারণে বিতর্কের মুখে পড়েছে।

মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিজেদের এলাকাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কর্তৃপক্ষ তুলা এবং সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করে রেখেছিলেন। মূলত লুনার নববর্ষের ছুটির সময়টিতে (জানুয়ারির শেষের দিকে) সত্যিকারের বরফ না পড়ায়, তড়িঘড়ি করে কৃত্রিমভাবে গ্রামটিতে ‘তুষার ঢাকা’ পরিবেশের সৃষ্টি করা হয়। তবে পর্যটকেরা অভিযোগ করেন, বরফের বদলে তুলা ব্যবহার করে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমি প্রতারিত বোধ করছি। আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে!’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘বর্তমান ইন্টারনেটের যুগে পর্যটন এলাকাগুলোকে অবশ্যই সততা বজায় রাখতে হবে। মিথ্যা প্রচারণা করলে শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’

উইচ্যাটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, তুলার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে গ্রামটির বাড়ি-ঘরের ছাদ এবং বনের কিছু অংশ। ঘন তুষারের আবরণ মনে হলেও, আসলে তা ছিল নকল!

স্নো ভিলেজের ব্যবস্থাপনা অফিসের এক কর্মী স্বীকার করেছেন, জনরোষের কারণে কৃত্রিম বরফ সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘আগে প্রতি শীতেই এখানে তুষারপাত হতো। তাই এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে এবার আবহাওয়া আমাদের সহায় ছিল না।’

চেংদু স্নো ভিলেজ এক বিবৃতিতে বলেছে—তুষারাবৃত পরিবেশ তৈরির জন্য তুলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু এটি প্রত্যাশিত ফল দেয়নি এবং পর্যটকদের মনে খারাপ প্রভাব ফেলেছে।

কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পর্যটকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। পরবর্তীতে ওই পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়।

জানা গেছে, পর্যটকদের সঙ্গে এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাতের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়াতে সেখানে পাইপও ব্যবহার করা হয়।

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫