হোম > বিশ্ব > এশিয়া

১০০০ কোটি  ডলার কর পরিশোধ করবে স্যামসাং চেয়ারম্যান লির পরিবার

ঢাকা: স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির পরিবার জানিয়েছে, তারা ১০ ট্রিলিয়ন ওনের (১০.৮ বিলিয়ন ডলার) বেশি উত্তরাধিকার কর পরিশোধ করবে। আজ বুধবার একটি বিবৃতিতে তারা এমনটি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৫ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এ বিশাল অঙ্কের কর পরিশোধ করবে  স্যামসাংয়ের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির   পরিবার। এছাড়া  তাঁর সংগ্রহকৃত শিল্পসামগ্রীও দান করা হবে রাষ্ট্রীয় কিউরেটরদের। যার আনুমানিক আর্থিক মূল্য ১.৭৬ বিলিয়ন ডলার।

বিবৃতিতে বলা হয়,  সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।

লির পরিবার পক্ষ থেকে আরও বলা হয়, তারা ১ ট্রিলিয়ন  ওন অনুদান দেবে জনস্বাস্থ্য সেবা খাতে। এর মধ্যে ৫০০ বিলিয়ন ওন দেবে দক্ষিণ কোরিয়ার প্রথম বিশেষায়িত সংক্রামক রোগ হাসপাতাল নির্মাণের জন্য।

বিশ্লেষকরা বলেছেন যে লির পরিবারকে তাদের নিজস্ব এবং লির শেয়ার থেকে পাওয়া  মুনাফা ও লোনের মাধ্যমে করগুলো দিতে হবে।

 লি কুন-হি স্যামসাংকে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন ও মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। গত ২৫ অক্টোবরে তিনি মারা যান। সেসময় তাঁর সম্পত্তির পরিমাণ ২৬ ট্রিলিয়ন ওন। লি কুন-হি বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ ছিল। যদিও পরে তাঁকে ক্ষমা করা হয়েছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে