হোম > বিশ্ব > এশিয়া

১০০০ কোটি  ডলার কর পরিশোধ করবে স্যামসাং চেয়ারম্যান লির পরিবার

ঢাকা: স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির পরিবার জানিয়েছে, তারা ১০ ট্রিলিয়ন ওনের (১০.৮ বিলিয়ন ডলার) বেশি উত্তরাধিকার কর পরিশোধ করবে। আজ বুধবার একটি বিবৃতিতে তারা এমনটি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৫ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এ বিশাল অঙ্কের কর পরিশোধ করবে  স্যামসাংয়ের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির   পরিবার। এছাড়া  তাঁর সংগ্রহকৃত শিল্পসামগ্রীও দান করা হবে রাষ্ট্রীয় কিউরেটরদের। যার আনুমানিক আর্থিক মূল্য ১.৭৬ বিলিয়ন ডলার।

বিবৃতিতে বলা হয়,  সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।

লির পরিবার পক্ষ থেকে আরও বলা হয়, তারা ১ ট্রিলিয়ন  ওন অনুদান দেবে জনস্বাস্থ্য সেবা খাতে। এর মধ্যে ৫০০ বিলিয়ন ওন দেবে দক্ষিণ কোরিয়ার প্রথম বিশেষায়িত সংক্রামক রোগ হাসপাতাল নির্মাণের জন্য।

বিশ্লেষকরা বলেছেন যে লির পরিবারকে তাদের নিজস্ব এবং লির শেয়ার থেকে পাওয়া  মুনাফা ও লোনের মাধ্যমে করগুলো দিতে হবে।

 লি কুন-হি স্যামসাংকে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন ও মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। গত ২৫ অক্টোবরে তিনি মারা যান। সেসময় তাঁর সম্পত্তির পরিমাণ ২৬ ট্রিলিয়ন ওন। লি কুন-হি বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ ছিল। যদিও পরে তাঁকে ক্ষমা করা হয়েছিল।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত