হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি প্রদেশ তালেবানের দখলে

মাত্র ছয় দিনে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত মাত্র ছয় দিনে নয়টি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে গেছে। 

তালেবান নিয়ন্ত্রিত প্রাদেশিক রাজধানীগুলো হলো-ফাইজাবাদ, ফারাহ, সার-ই-পল, পল-ই-খুমরি, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ। 

সর্বশেষ উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের দখল নিয়েছে তালেবান। স্থানীয় আইনপ্রণেতা জাবিউল্লাহ আতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘টানা কয়েক দিন ধরে লড়াই ও সংঘর্ষের পর বুধবার তালেবান যোদ্ধারা সরকারি নিরাপত্তা বাহিনীকে পিছু হটিয়ে গোটা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।’  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার মধ্যেই দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েনদা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি কোন দেশে গেছেন এটি এখনো পরিষ্কার নয়। 

ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েনদার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি। ব্লুমবার্গকে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী পেয়ানদা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। কারণ তালেবান কাস্টমস (শুল্ক) পোস্টগুলো দখল করায় আফগানিস্তানের রাজস্ব আদায়ের ব্যাপক হ্রাস পেয়েছে।’ 

প্রসঙ্গত, বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর থেকেই তালেবানের সঙ্গে দেশটির সরকারি বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরকারি বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে নিতে থাকে তালেবান। 

ইউরোপীয় ইউনিয়নের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানের ৬৫ ভাগ এলাকা এখন তালেবানের দখলে। 

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার