জঙ্গিগোষ্ঠী আলকায়দাকে দমাতে আফগানিস্তানে বিমান হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞরা এমন সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দিহান।
গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আফগানিস্তানে আলকায়েদাকে ফিরতে দেওয়া হবে।
আফগানিস্তানে বিমান হামলার বিষয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটি কঠিন হবে, কিন্তু অসম্ভব কিছু না।
গত ২৯ আগস্ট কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় নিহত হন ১০ বেসামরিক আফগান নাগরিক। এ নিয়ে দুই সপ্তাহ আগে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীও ওই ঘটনাকে ভয়াবহ ভুল বলে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, গত মাসে ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হলো। ২০০১ সালে ভয়াবহ ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে যুদ্ধ শুরুর নির্দেশ দেন। অভিযোগ ছিল, আলকায়দা নেতাদের সাহায্য করছে তালেবান।