হোম > বিশ্ব > এশিয়া

সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরায়েলি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবুলসে সন্দেহভাজন ফিলিস্তিনির গুলিতে দুই ইসরায়েলির মৃত্যু হয়েছে। গতকাল হুওয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিসেবার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৬০ বছরবয়সী এক ব্যক্তি ও তাঁর ২৯ বছরের ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

অ্যাম্বুলেন্স পরিসেবা মুখপাত্র বলেন, দুই ব্যক্তিকে গাড়ি ধোয়ার স্থানে গুলি করা হয়। দুজনই অচেতন অবস্থায় ছিলেন। তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় অদ্রি দুই ইসরায়েলিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বলেন, হুওয়ারাতে ইসরায়েলি নাগরিককে লক্ষ্য করে সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। সন্ত্রাসীদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

গুলি ছোঁড়ার নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, খুনিকে গ্রেপ্তার করার জন্য নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে। বরাবরে মতোই হত্যাকারীকে পরিণতি ভোগ করতে হবে।

ফিলিস্তিনের সরকারি সংবাদমাধ্যম ওয়াফা এক প্রতিবেদনে বলেছে,  ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের নাবলুস শহরের প্রধান প্রবেশপথ; দোকান-পাটও বন্ধ করে দিচ্ছে। 

আল জাজিরার বেথলেহেম শহরের প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, হুয়ারাতে গত এক বছর ধরে সেনাবাহিনীর উপস্থিতি বেশি দেখা যায়। ইসরায়েলের বাসিন্দাদের রাতের বেলায় ফিলিস্তিনিদের বাড়িঘর পুড়িয়ে ফেলতে দেখা যায়। 

হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল–কান বলেন, নিজেদের জনগণকে রক্ষা করা ও ক্রমাগত দখলকারীদের জবাব দেওয়ার লক্ষ্যে এ হামলা।

গত ১৫ মাস ধরে পশ্চিম তীরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি অভিযান ও তাণ্ডব যুক্ত হয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

তেল আবিবের এক রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেন, হুওয়ারা এমন জায়গায় অবস্থিত যেখানকার মানুষ একে অপরকে অপছন্দ করে। ইসরায়েলি ও ফিলিস্তিনের মানুষেরা একই পথ ‘রুট ৬০’ ব্যবহার করে, যা সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত। 

ফিলিস্তিনের প্রধান শহরকে পশ্চিম তীরে অবস্থিত বৃহত্তম অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে যুক্ত করেছে রুট ৬০। এটি ইসরায়েলি নাগরিকদের ব্যবহারের জন্য সংরক্ষিত। 

গুপ্তচর বাহিনী 
গত সপ্তাহের শুরুতে দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তি মারা যায়।  

ওয়াফা বলে, গত বুধবার উত্তর পশ্চিম তীরের শহর নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে মোহাম্মদ আবু আসাব ‘মাথায় গুরুতর আঘাত’ পান। শনিবার তাঁর মৃত্যু হয়। ইসরায়েলের ‘গুপ্তচর বাহিনী’ শিবিরের একটি বাড়ি ঘেরাওয়ের সংঘর্ষের সময় আবু আসাব আহত হন। 

ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘর্ষে এ বছরে এ পর্যন্ত ২১৮ জন মারা গেছেন। 

প্রায় এক দশক আগে ভেঙে পড়া মার্কিন মধ্যস্ততায় শান্তি আলোচনা পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর উদ্দেশ্য ছিল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ সময় থেকেই  ইসরাইল পশ্চিম তীর দখল করেছে। সংযুক্ত পূর্ব জেরুজালেম বাদে এই অঞ্চলে ৩০ লাখ ফিলিস্তিনি বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে, প্রায় ৫০ লাখ ইসরায়েলি এখানে অবৈধভাবে বাস করছে।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া