হোম > বিশ্ব > এশিয়া

কোনো সামরিক সংঘাত চাই না: তাইওয়ানের প্রেসিডেন্ট

সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কার তৈরি করেছে। এই পরিপ্রেক্ষিতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আজ শুক্রবার বলেছেন, তাইওয়ান কারও সঙ্গে সামরিক সংঘাত চায় না। তবে কেউ তার স্বাধীনতা ক্ষুণ্ন করলে, তা প্রতিরোধে তাইওয়ান বিন্দুমাত্র পিছপা হবে না। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানকে বরাবরই নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে। তাইওয়ানের দাবি, গত শুক্রবার থেকে টানা চার দিন চীনের প্রায় ১৫০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় মহড়া দিয়েছে। 

এ ধরনের মহড়া আগেও দিয়েছে চীন। গত এক বছর তাইওয়ান চীনের এই কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তাদের দাবি, তাইওয়ানের আকাশসীমাকে চীন ‘গ্রে জোন ওয়ারফেয়ার’ হিসেবে ব্যবহার করছে। এতে চীনের মূল লক্ষ্যই হচ্ছে উসকানি দিয়ে তাইওয়ানের সামরিক শক্তিমত্তা যাচাই করা। 

রাজধানী তাইপেতে আয়োজিত এক নিরাপত্তা ফোরামে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট সাই বলেন, তাইওয়ান তার প্রতিবেশীদের সঙ্গে সব সময় শান্তিপূর্ণ ও স্থিতিশীল সহাবস্থান বজায় রাখতে চায়। আমরা কারও সঙ্গেই সামরিক দ্বন্দ্বে জড়াতে চাই না। 

অন্যদিকে তাইওয়ানে বিরাজমান অস্থিরতার জন্য চীন দোষারোপ করছে যুক্তরাষ্ট্রকে। চীনের দাবি, তাইওয়ানের সবচেয়ে কাছের মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অস্থিরতা উসকে দিচ্ছে। তাই এই অঞ্চলের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা এই যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে। 

তবে সাই বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলে। স্থিতিশীলতা নিশ্চিত করতে তাইওয়ান এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। কারণ, পূর্ব চীন, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালিতে সশস্ত্র সংঘাত এড়াতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। 

চীনের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোয় তাইওয়ান নতুন করে অন্য বড় রাষ্ট্রগুলোর কূটনৈতিক সমর্থন চাইছে। ধারণা করা হচ্ছে, সমর্থন জোগাতেই চার ফরাসি সিনেটর ও সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট চলতি সপ্তাহে তাইওয়ান সফর করেছেন। 

তাইপেতে ওই একই ফোরামে চীনের চরম নিন্দা করে অ্যাবোট বলেন, চীনের আগ্রাসী আচরণ শুধু অস্ট্রেলিয়া নয়, তাইওয়ানের জন্যও হুমকিস্বরূপ। তাইওয়ানের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, চীন যেন তাইওয়ানকে কখনো গ্রাস করতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সব সময় প্রস্তুত আছে।’

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা