হোম > বিশ্ব > এশিয়া

অভাবের তাড়নায় সন্তান, শরীরের অঙ্গ বিক্রি করছেন আফগানরা

অভাবের তাড়নায় খাদ্য বস্ত্রের ন্যূনতম চাহিদা মেটাতে নিজেদের সন্তান, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছেন আফগানরা। জাতিসংঘে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড ব্যাসলি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। 

 ২০ বছরের টানা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো বিধ্বস্ত। তার ওপর যুক্ত হয়েছে খরা এবং করোনা মহামারির মতো বিষয়। ফলে দেশটিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক উপকরণের অভাবে বিপর্যস্ত মানবজীবন। এই বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন ডেভিড ব্যাসলি। 

আফগানিস্তানের অন্তত ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দুর্ভিক্ষের শিকার হবেন এই বছর এবং অন্তত ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। 

আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি বলেন, ‘বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে দেশটি তীব্র বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে। দেশটির প্রায় ৪ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’ 

ওই সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি জানান তিনি এক আফগান নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যে কিনা ক্ষুধার তাড়নায় তাঁর নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ওই নারীর আশা, তিনি যেখানে তার কন্যাকে বিক্রি করেছেন তাঁরা হয়তো তার কন্যাকে ভালো খাদ্য বস্ত্র দিতে পারবে। 

বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের কাছে দেশটির অবস্থা উত্তরণের আহ্বান জানিয়ে ডেভিড ব্যাসলি জানান, প্রতিদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার করে বাড়ছে অথচ আফগানিস্তানের মানুষ খাবার পাচ্ছেন না। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২