হোম > বিশ্ব > এশিয়া

বড়দিনে ১০০০ কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় এক হাজারেরও বেশি কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। আজ সোমবার বড়দিন উপলক্ষে ১ হাজার ৪ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা কমিশনার। 

কারা কমিশনার গামিনি দিসানায়াকে বলেন, মুক্তি পাওয়া কয়েদিরা জরিমানা পরিশোধ করতে না পারার কারণে কারাগারে ছিলেন। 

শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠই বৌদ্ধ ধর্মাবলম্বী। গত মে মাসে বুদ্ধের জন্মদিন, বোধিপ্রাপ্তি ও মৃত্যু উপলক্ষেও একই সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 

এর আগে সপ্তাহব্যাপী যৌথ মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করে। বড়দিনের আগের সন্ধ্য়া পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এরপরই কারাবন্দীদের ক্ষমার ঘোষণাটি আসে। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ১৩ হাজার ৬৬৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার ১০০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে এবং বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য একটি সামরিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। 

দ্বীপরাষ্ট্রটির কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দী। গত শুক্রবার পর্যন্ত দেশটির কারাগারে ৩০ হাজার বন্দী ছিল। অথচ কারাগারগুলোতে মাত্র ১১ হাজার বন্দী রাখার মতো ব্যবস্থা রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ রয়েছে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২