হোম > বিশ্ব > এশিয়া

বড়দিনে ১০০০ কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় এক হাজারেরও বেশি কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। আজ সোমবার বড়দিন উপলক্ষে ১ হাজার ৪ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা কমিশনার। 

কারা কমিশনার গামিনি দিসানায়াকে বলেন, মুক্তি পাওয়া কয়েদিরা জরিমানা পরিশোধ করতে না পারার কারণে কারাগারে ছিলেন। 

শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠই বৌদ্ধ ধর্মাবলম্বী। গত মে মাসে বুদ্ধের জন্মদিন, বোধিপ্রাপ্তি ও মৃত্যু উপলক্ষেও একই সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 

এর আগে সপ্তাহব্যাপী যৌথ মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করে। বড়দিনের আগের সন্ধ্য়া পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এরপরই কারাবন্দীদের ক্ষমার ঘোষণাটি আসে। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ১৩ হাজার ৬৬৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার ১০০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে এবং বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য একটি সামরিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। 

দ্বীপরাষ্ট্রটির কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দী। গত শুক্রবার পর্যন্ত দেশটির কারাগারে ৩০ হাজার বন্দী ছিল। অথচ কারাগারগুলোতে মাত্র ১১ হাজার বন্দী রাখার মতো ব্যবস্থা রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ রয়েছে।

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর