হোম > বিশ্ব > এশিয়া

বড়দিনে ১০০০ কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় এক হাজারেরও বেশি কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। আজ সোমবার বড়দিন উপলক্ষে ১ হাজার ৪ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা কমিশনার। 

কারা কমিশনার গামিনি দিসানায়াকে বলেন, মুক্তি পাওয়া কয়েদিরা জরিমানা পরিশোধ করতে না পারার কারণে কারাগারে ছিলেন। 

শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠই বৌদ্ধ ধর্মাবলম্বী। গত মে মাসে বুদ্ধের জন্মদিন, বোধিপ্রাপ্তি ও মৃত্যু উপলক্ষেও একই সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 

এর আগে সপ্তাহব্যাপী যৌথ মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করে। বড়দিনের আগের সন্ধ্য়া পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এরপরই কারাবন্দীদের ক্ষমার ঘোষণাটি আসে। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ১৩ হাজার ৬৬৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার ১০০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে এবং বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য একটি সামরিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। 

দ্বীপরাষ্ট্রটির কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দী। গত শুক্রবার পর্যন্ত দেশটির কারাগারে ৩০ হাজার বন্দী ছিল। অথচ কারাগারগুলোতে মাত্র ১১ হাজার বন্দী রাখার মতো ব্যবস্থা রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ রয়েছে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান