হোম > বিশ্ব > এশিয়া

গুরুত্বপূর্ণ সীমান্ত পুনর্দখলে মরিয়া আফগান সরকার 

আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সেটি পুনর্দখলে সীমান্ত এলাকায় সেনা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার। গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত শুক্রবার তালেবানের যোদ্ধারা আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে। এ নিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, ‘হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।’

এ নিয়ে হেরাত প্রদেশের সরকারের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, সরকার কালা সীমান্ত পুনর্দখলের জন্য সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই সেনারা সেখানে যাবে।

তালেবানদের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা এখন তাদের দখলে। গতকাল শনিবারও কান্দাহারে তালেবান এবং আফগানিস্তানের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ সেনা আহত হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা ফিরে যাবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনা করেছে চীন। ইতিমধ্যে চার্টার্ড ফ্লাইটে করে চীন আফগানিস্তান থেকে তাদের ২১০ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। 

এদিকে তালেবানরা জানিয়েছে, কাবুলে ক্ষমতায় গেলে জিনজিয়াংয়ের উইঘুর মুসলিম যোদ্ধাদের ঠাঁই দেবে না।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২