আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সেটি পুনর্দখলে সীমান্ত এলাকায় সেনা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার। গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত শুক্রবার তালেবানের যোদ্ধারা আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে। এ নিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, ‘হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।’
এ নিয়ে হেরাত প্রদেশের সরকারের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, সরকার কালা সীমান্ত পুনর্দখলের জন্য সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই সেনারা সেখানে যাবে।
তালেবানদের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা এখন তাদের দখলে। গতকাল শনিবারও কান্দাহারে তালেবান এবং আফগানিস্তানের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ সেনা আহত হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা ফিরে যাবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনা করেছে চীন। ইতিমধ্যে চার্টার্ড ফ্লাইটে করে চীন আফগানিস্তান থেকে তাদের ২১০ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে।
এদিকে তালেবানরা জানিয়েছে, কাবুলে ক্ষমতায় গেলে জিনজিয়াংয়ের উইঘুর মুসলিম যোদ্ধাদের ঠাঁই দেবে না।