হোম > বিশ্ব > এশিয়া

৫ মাস পর প্রকাশ্যে কিমের স্ত্রী

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সল জু পাঁচ মাস পর প্রকাশ্যে এসেছেন। করোনা মহামারি শুরু হওয়ার পরই কিমের পরিবারের সদস্যদের প্রকাশ্যে কম দেখা যায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম ও রি রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদাই আর্ট থিয়েটারে চন্দ্র নববর্ষের ছুটি উদ্‌যাপনে একটি শিল্প পরিবেশনায় অংশ নিয়েছিলেন। এর আগে রিকে সর্বশেষ ৯ সেপ্টেম্বর কিমের সঙ্গে কুমসুসান প্রাসাদে দেখা গিয়েছিল। সেখানেই কিমের দাদা ও পিতার মরদেহ সমাধিস্থ করা হয়েছে। 

কেসিএনএ জানায়, স্বাগত সংগীত বাজানোর সময় কিম তাঁর স্ত্রী রি সল জুকে নিয়ে থিয়েটারের মিলনায়তনে উপস্থিত হন । তখন দর্শক হর্ষ ধ্বনি দেয়। পরে কিম দম্পতি অনুষ্ঠান শেষে মঞ্চে শিল্পীদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

একসময় কিমের সঙ্গে সব সামাজিক, ব্যবসায়িক ও সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে আন্তর্জাতিক খবরে উঠে আসে রি সল জুকের নাম। তিনি গত ফেব্রুয়ারিতে একটি কনসার্টে অংশ নেওয়ার আগে এক বছরেরও বেশি সময় ধরে গণমাধ্যম থেকে দূরে ছিলেন রি সল জুকে। ধারণা করা হয়, ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন রি।

উত্তর কোরিয়া সম্পর্কিত আরও পড়ুন:

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে