হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাজ্যের ভুলে বিপদে আফগান দোভাষীরা

যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে আফগানিস্তানে ২০ বছর ছিল যুক্তরাজ্য। অন্যদের মতো তাঁদেরও বিভিন্নভাবে সহায়তা করেছেন অনেক আফগান। কিন্তু বিদেশিরা চলে যাওয়ার পর তাঁদের আফগান সহযোগীরা এখন তালেবানের হুমকিতে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দোভাষীরা। এমন প্রায় আড়াই শ আফগান দোভাষী নাগরিকের ব্যক্তিগত তথ্য ভুল করে ই-মেইলে শেয়ার করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ফলে তাঁরা তালেবানের সহজ শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বলছে, ভুল করে যেসব আফগান দোভাষীর তথ্য প্রকাশ হয়ে গেছে, তাঁদের যুক্তরাজ্যে নিয়ে যেতে কাজ করছিল দেশটি। এসব দোভাষীকে সম্প্রতি একটি ই-মেইল পাঠায় এমওডি। এতে তাঁদের ফেরানোর বিষয়ে বিভিন্ন তথ্য ছিল।

সাধারণ নিয়ম হলো, প্রত্যেককে আলাদা আলাদা করে মেইল পাঠানো হবে। হয়েছেও তাই। কিন্তু এমওডির আলোচিত মেইলটিতে উল্লেখিত সবার বিস্তারিত পরিচয় কপি করে পাঠানো হয়েছে। এতে তাঁদের সবার পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি বেড়েছে। এ ঘটনার পর দোভাষীদের অনেকেই তালেবানের ভয়ে আত্মগোপন করেছেন।  

অবশ্য অনিচ্ছাকৃত এই ভুলের জন্য এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সংশ্লিষ্ট আফগানদের ই-মেইল আইডি পরিবর্তন করতেও অনুরোধ করা হয়েছে। কিন্তু এ ঘটনার জন্য দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছে এমওডি।

মধ্যবর্তী তালেবান সরকার গতকাল আরও কয়েকজন ভারপ্রাপ্ত উপমন্ত্রীর নাম ঘোষণা করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও উপস্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিমের নাম ঘোষণা করা হয়েছে। জাকির, মোল্লা ওমরের ছেলে ও প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবের সহকারী এবং সদর, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া