হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়াকে ‘প্রহসন’ বললেন বিরোধী নেতা

শ্রীলঙ্কায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্র।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একই ব্যক্তির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন। 

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এই টুইটে সাজিথ প্রেমাদাসা বলেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ একই সঙ্গে ‘প্রহসন’ এবং ‘ট্র্যাজেডি’। তিনি আরও বলেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্রের ধরন।’ 

এদিকে, আজ বুধবার সকালে দেশটির সেনাবাহিনীর একটি বিমানে করে শ্রীলঙ্কা ত্যাগ করে মালদ্বীপ চলে যান গোতাবায়া রাজাপক্ষে। তিনিই দেশটির বর্তমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। 

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ এবং ভয় রয়েছে। তিনি শ্রীলঙ্কার রাজনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে খুবই শঙ্কিত। 

রাম মানিক্কালিঙ্গাম বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্য নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’ 

বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারে। 

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে