হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়াকে ‘প্রহসন’ বললেন বিরোধী নেতা

শ্রীলঙ্কায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্র।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একই ব্যক্তির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন। 

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এই টুইটে সাজিথ প্রেমাদাসা বলেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ একই সঙ্গে ‘প্রহসন’ এবং ‘ট্র্যাজেডি’। তিনি আরও বলেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্রের ধরন।’ 

এদিকে, আজ বুধবার সকালে দেশটির সেনাবাহিনীর একটি বিমানে করে শ্রীলঙ্কা ত্যাগ করে মালদ্বীপ চলে যান গোতাবায়া রাজাপক্ষে। তিনিই দেশটির বর্তমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। 

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ এবং ভয় রয়েছে। তিনি শ্রীলঙ্কার রাজনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে খুবই শঙ্কিত। 

রাম মানিক্কালিঙ্গাম বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্য নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’ 

বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারে। 

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা