হোম > বিশ্ব > এশিয়া

লেবাননে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার ৯ 

লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। লেবাননের রেডক্রসের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি। 

এক টুইট বার্তায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।' 

টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। 

এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

উল্লেখ্য, গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী। 

ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২