হোম > বিশ্ব > এশিয়া

২০ বছরে তৈরি আফগান সেনা এক সপ্তাহে শেষ

মার্কিন সেনাবাহিনী বিশ্বের অত্যাধুনিক সেনাবাহিনীর শীর্ষে বলা যায়। আর পেন্টাগনের নেতৃত্বাধীন ন্যাটো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান দখল সম্পন্ন করার পর একটি দক্ষ জাতীয় আফগান নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ) গড়ে তুলতে কাজ করেছে তারা। এ অবস্থায় সম্প্রতি কল্পনাতীত দ্রুত সময়ে, বলা যায় এক সপ্তাহে তালেবানের হাতে আফগান সেনার পতন হওয়ার কয়েকটি কারণ  উঠে এসেছে আলজাজিরার এক বিশ্লেষণে।

তথ্যমতে, সেনা বাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিশেষ সদস্যদের সমন্বয়ে গঠিত এএনডিএসএফের পেছনে গত ২০ বছরে ৭ লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে এক লাখ কোটি টাকার বেশি।

আল-জাজিরার বিশ্লেষণে আফগান নিরাপত্তার বাহিনীর বিস্ময়কর পতনের প্রধান কারণ হিসেবে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করা হয়েছে। এই দুই বিভাগের কর্মকর্তারা বিভিন্ন খাতের বরাদ্দ তছরুপ করতেন এবং অস্ত্র ও খাবার কালো বাজারে বিক্রি করে দিতেন, যা থেকে শেষ পর্যন্ত তালেবানই লাভবান হতো। শীর্ষ কর্মকর্তাদের এ সব কাজ সাধারণ সৈনিকদের মনোবল দুর্বল করেছে। 

দ্বিতীয়ত, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আদর্শিক কোনো ঐক্য ছিল না, যা একটি জাতীয় বাহিনীর জন্য আবশ্যক। তৃতীয়ত, অব্যাহত রাজনীতিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীকে ক্রমশ ভঙ্গুর করে ফেলেছে। চতুর্থত, তালেবানের গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের সামরিক কৌশল নিরাপত্তা বাহিনী বুঝে উঠতে পারেনি।

তা ছাড়া শেষ বিচারে আফগান নিরাপত্তা বাহিনী কখনো নির্ভরশীল হয়ে উঠতে পারেনি। তাই বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ধারাবাহিকভাবে কোণঠাসা হতে শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী। কাবুলসহ অধিকাংশ শহর বিনা যুদ্ধে চলে যায় তালেবানের হাতে। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২