হোম > বিশ্ব > এশিয়া

আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাকে ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে দেশটির সংসদে আজ বুধবার আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ঋণ বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রনিল বিক্রমসিংঘে বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুদ্ধারে ও শাসন ব্যবস্থার উন্নতিতে এটি সহায়ক হিসেবে কাজ করবে।

এর আগে গত সোমবার শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয় আইএমএফ। সে সময় বলা হয়, আগামী দুই দিনের মধ্যে প্রথম দফায় দেশটিকে ৩৩ কোটি ডলার ঋণ তুলে দেওয়া হবে। ঋণের বাকি অংশ দেওয়া হবে ধাপে ধাপে।

আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, গরিবদের জন্য সামাজিক সুরক্ষাবলয় তৈরি করতে হবে ও দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে বলেন, আইএমএফের কাছে শ্রীলঙ্কা কৃতজ্ঞ। কেননা তাঁরা ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে সংকট কাটাতে সাহায্য করল। 

উল্লেখ্য, গত বছর তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২