হোম > বিশ্ব > এশিয়া

আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাকে ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে দেশটির সংসদে আজ বুধবার আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ঋণ বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রনিল বিক্রমসিংঘে বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুদ্ধারে ও শাসন ব্যবস্থার উন্নতিতে এটি সহায়ক হিসেবে কাজ করবে।

এর আগে গত সোমবার শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয় আইএমএফ। সে সময় বলা হয়, আগামী দুই দিনের মধ্যে প্রথম দফায় দেশটিকে ৩৩ কোটি ডলার ঋণ তুলে দেওয়া হবে। ঋণের বাকি অংশ দেওয়া হবে ধাপে ধাপে।

আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, গরিবদের জন্য সামাজিক সুরক্ষাবলয় তৈরি করতে হবে ও দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে বলেন, আইএমএফের কাছে শ্রীলঙ্কা কৃতজ্ঞ। কেননা তাঁরা ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে সংকট কাটাতে সাহায্য করল। 

উল্লেখ্য, গত বছর তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০