হোম > বিশ্ব > এশিয়া

আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাকে ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে দেশটির সংসদে আজ বুধবার আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ঋণ বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রনিল বিক্রমসিংঘে বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুদ্ধারে ও শাসন ব্যবস্থার উন্নতিতে এটি সহায়ক হিসেবে কাজ করবে।

এর আগে গত সোমবার শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয় আইএমএফ। সে সময় বলা হয়, আগামী দুই দিনের মধ্যে প্রথম দফায় দেশটিকে ৩৩ কোটি ডলার ঋণ তুলে দেওয়া হবে। ঋণের বাকি অংশ দেওয়া হবে ধাপে ধাপে।

আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, গরিবদের জন্য সামাজিক সুরক্ষাবলয় তৈরি করতে হবে ও দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে বলেন, আইএমএফের কাছে শ্রীলঙ্কা কৃতজ্ঞ। কেননা তাঁরা ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে সংকট কাটাতে সাহায্য করল। 

উল্লেখ্য, গত বছর তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি