হোম > বিশ্ব > এশিয়া

কে সেই নারী, যার জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত হয়েছেন বলে গুঞ্জন

গত ২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। সেদিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তাঁর এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল পশ্চিমাসহ বিভিন্ন গণমাধ্যম।

এক মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, কিন গ্যাংকে বরখাস্ত করে তাঁর জায়গায় বসানো হয়েছে আগের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে। কিন্তু দীর্ঘ সময় গণমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে থাকা এবং কেনইবা কিনকে বরখাস্ত করা হলো—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বলা হচ্ছে, এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের জের ধরেই এমন পরিণতি বরণ করতে হয়েছে কিনকে। আরও ভয়ংকর বিষয় হলো—জল্পনা-কল্পনার কেন্দ্রে থাকা সেই নারী সাংবাদিক আমেরিকায় বসবাস করেন।

জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের খুব কাছের মানুষ ছিলেন কিন। তারপরও মঙ্গলবার একটি অধিবেশন করে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে বরখাস্ত করা হলো—সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, গুরুতর কোনো অপরাধ করেছেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের বিষয়টিই সবার ওপরে রয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কিন যখন থেকে লাপাত্তা ছিলেন একই সময়ে হংকংভিত্তিক একটি মার্কিন টেলিভিশনে কাজ করা এক নারী সাংবাদিকেরও খোঁজ মিলছিল না। সুন্দরী সেই সাংবাদিকের নাম ফু জিয়াওটিয়ান। বিবাহিত এবং এক সন্তানের জনক কিনের সঙ্গে ফু জিয়াওটিয়ানের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চীনে গুঞ্জন চলছে। 

আমেরিকান নাগরিক হলেও ফু জিয়াওটিয়ানের জন্ম চীনে। পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

জানা গেছে, ৫৭ বছর বয়সী কিন গ্যাংয়ের চেয়ে ১৭ বছরের ছোট ফু জিয়াওটিয়ান। গত নভেম্বরে ফু জিয়াওটিয়ান এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে তাঁর বাবার নাম এখনো জানা যায়নি। ফু জিয়াওটিয়ান আমেরিকায় চীনের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন অতীতে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২