হোম > বিশ্ব > এশিয়া

রাগ করে বিয়ারের চৌবাচ্চায় কোম্পানির কর্মীর মূত্র বিসর্জন

শিংতাও বিয়ার চীনের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। স্বল্প অ্যালকোহলযুক্ত এই পানীয়র ভক্তরা এবার একটু নড়েচড়ে বসবেন। কারণ কথা-কাটাকাটির জের ধরে শিংতাও বিয়ার কোম্পানিটির এক কর্মী বিয়ারের একটি বড় চৌবাচ্চায় মূত্র বিসর্জন করে ফেলেছেন। 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র বিসর্জনের ঘটনাটি গত মাসে ঘটলেও এর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, ভাইরাল ওই ভিডিওটির ভিউ ইতিমধ্যে কোটি ছাড়িয়ে গেছে। 

এই ঘটনায় ওই কর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে কোম্পানি। শেনডং প্রদেশের পিংডু কাউন্টিতে ওই কোম্পানির কারখানা অবস্থিত। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে ওই কারখানার কর্তাব্যক্তিরা জানান, ঘটনার সময় একটি চৌবাচ্চা থেকে কন্টেইনারবাহী ট্রাকে বিয়ার স্থানান্তরে সাহায্য করছিলেন অভিযুক্ত কর্মী। কিন্তু কুই নামের সেই কর্মী একপর্যায়ে ট্রাকের চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। 

কোম্পানিটি দাবি করেছে, তর্কের জের ধরে কুই যখন চৌবাচ্চার মধ্যে প্রস্রাব করে দেন—ততক্ষণে ওই পাত্রটি খালি হয়ে গিয়েছিল। 

কুইয়ের ওই কর্মকাণ্ড ট্রাক চালকের ক্যামেরায় ধরা পড়ে। পরে তিনি এই ভিডিও টিকটকের চীনা সংস্করণ ডুইনে ছেড়ে দেন। 

শিংতাও কোম্পানি জানিয়েছে, প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনা কুই ওই কারখানার কোনো সরাসরি কর্মচারী নন। অন্য একটি পরিষেবা কোম্পানির হয়ে তিনি শিংতাও কারখানায় নিযুক্ত হয়েছিলেন। 

পানীয়টির ভোক্তাদের উদ্দেশে কোম্পানি জানিয়েছে, ওই ঘটনার আগে পরে উৎপাদিত বিয়ারের বেশ কয়েকটি ব্যাচ তারা বাতিল করে দিয়েছেন। তাই ভক্তরা এটি নির্দ্বিধায় পান করতে পারবেন।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার