হোম > বিশ্ব > এশিয়া

ইরাক-সিরিয়ায় মার্কিনিদের ওপর হামলা, আহত ২

ইরাক–সিরিয়ায় রকেট ও ড্রোন হামলায় দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন। গত বুধবার এই হামলাগুলো চালানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকে আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা হয়। ওই হামলায় কমপক্ষে দুই মার্কিনি কর্মী আহত হন।

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মারোত্তো এই হামলার বিষয়ে বলেন, আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন।

এদিকে ইরাকের মার্কিন দূতাবাসের গ্রিন জোনে আজ বৃহস্পতিবার ভোরে দুটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র–সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষ থেকে বলা হয়, ইরাক ও সিরিয়া সীমান্ত এলাকায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। গত ২৮ জুনের হামলায় কেউ হতাহত হয়নি।

প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩