হোম > বিশ্ব > এশিয়া

ইরাক-সিরিয়ায় মার্কিনিদের ওপর হামলা, আহত ২

ইরাক–সিরিয়ায় রকেট ও ড্রোন হামলায় দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন। গত বুধবার এই হামলাগুলো চালানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকে আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা হয়। ওই হামলায় কমপক্ষে দুই মার্কিনি কর্মী আহত হন।

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মারোত্তো এই হামলার বিষয়ে বলেন, আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন।

এদিকে ইরাকের মার্কিন দূতাবাসের গ্রিন জোনে আজ বৃহস্পতিবার ভোরে দুটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র–সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষ থেকে বলা হয়, ইরাক ও সিরিয়া সীমান্ত এলাকায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। গত ২৮ জুনের হামলায় কেউ হতাহত হয়নি।

প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি