হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় রাস্তায় যানবাহনের ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১০

মালয়েশিয়াতে একটি ব্যক্তিগত জেট বিমান সড়কে আছড়ে পড়লে সংসদ সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির মধ্য সেলাঙ্গোর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহীম মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসকে বলেন, একটি জেট বিমান দুটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। এর মধ্যে একটি ছিল প্রাইভেট কার ও অন্যটি মোটরসাইকেল। দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী, প্রাইভেট কারের চালক ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকি নিশ্চিত করেছেন নিহতদের একজন দেশটির রাজ্য পার্লামেন্টের সদস্য জোহারি হারুণ। ৫৪ বছর বয়সী হারুণ গত বছর সাধারণ নির্বাচনে নব বারিসান ন্যাশনাল দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি পেলাঙ্গাই রাজ্যের বেনটং সংসদীয় আসনে জয়লাভ করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, ‘উড়োজাহাজটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। এটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের ঠিক দুই মিনিট আগে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’ 

দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য মালয় মেইল প্রত্যক্ষদর্শীর বরাতে বলে, উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পরই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে কিছু ধ্বংসাবশেষ একটি মোটরসাইকেলকে আঘাত করে। 

ইংরেজি দৈনিক দ্য নিউ স্ট্রেইটস টাইমস ওয়েবসাইটে বলা হয়, উড়োজাহাজটি লাঙ্গকাওইর উত্তর রিসোর্ট দ্বীপ থেকে সেলাঙ্গোরের সুবং বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শাহ আলমের প্রধান সড়কের পাশে ঘাসের ওপরে পড়ে থাকা ধ্বংসস্তূপে আগুন জ্বলছে ও কালো ধোঁয়া উঠছে। এমনকি রাস্তার কিছু অংশও ঘনকালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২