হোম > বিশ্ব > এশিয়া

আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের 

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান দেশটির সরকারি কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তালেবানের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন। 

এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কীভাবে নারীদের সঙ্গে আচরণ করবে তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। অনেকে জানে না নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে। পুরোপুরি নিরাপত্তা স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার জন্য বলব। 

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তাঁরা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

 ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে শরিয়া আইন কঠোরভাবে মেনে চলত তালেবান। তবে এবার আফগান ক্ষমতা দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়, নারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। হিজাব পরে শিক্ষা ও কাজের সুযোগ থাকবে তাঁদের। 

এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী কাবুল থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭০০ জনকে সরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে তালেবানের যাবিহুল্লাহ মুজাহিদ  বলেন, লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্টের পর আর বৃদ্ধি করা হবে না।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২