আফগানিস্তান বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। গতকাল মঙ্গলবার আফগান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত আগস্টে আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর থেকেই দেশটিতে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটির রিজার্ভ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানের টালমাটাল অর্থনীতিতে ব্যাংকগুলোর নগদ অর্থের অভাব রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দেশ এখন পর্যন্ত তালেবান প্রশাসনকে সরকার হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।
আফগানিস্তানে মূলত যুক্তরাষ্ট্রের ডলার ব্যবহার করা হয়। এ ছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পাকিস্তানি রুপিও লেনদেনের কাজে ব্যবহার করা হয়।
একটি বিবৃতিতে তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, সব আফগানি যাতে লেনদেনে আফগান মুদ্রা ব্যবহার করে। কারণ এটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের জন্য প্রয়োজন।