আফগান নারীদের পুরুষের সঙ্গে কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তালেবানের জ্যেষ্ঠ সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এমনটি জানিয়েছেন। এমনটি হলে নারীরা সরকারি অফিস, ব্যাংক, মিডিয়া কোম্পানি এবং অন্যান্য চাকরিও করতে পারবে না।
ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তালেবান আফগানিস্তানে পুরোপুরি শরিয়া অথবা ইসলামিক আইন বাস্তবায়ন করবে। আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের জন্য আমরা ৪০ বছর লড়াই করেছি। শরিয়া পুরুষ এবং নারীদের একসঙ্গে কাজ করার অনুমতি দেয় না।
হাশিমির এই মন্তব্য নতুন সরকার নীতিতে প্রভাব ফেলবে কি-না তা এখনো স্পষ্ট নয়।
গত মাসে তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেওয়ার পর বলেছিল, নারীরাও কাজ করতে পারবে এবং পড়াশোনার সুযোগ পাবে। তবে তালেবান নেতাদের সাম্প্রতিক মন্তব্য আফগানিস্তানে নারীদের কাজ করার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টিওএলওকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি সম্প্রতি বলেছেন , নারীরা মন্ত্রী হতে পারবে না তাদের কাজ শুধু জন্ম দেওয়া। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত যখন আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ছিল তখন নারীদের শিক্ষা এবং চাকরি করা নিষিদ্ধ ছিল।