হোম > বিশ্ব > এশিয়া

৯ বছর আগে নিখোঁজ মালয়েশীয় ফ্লাইটের জন্য আবার তল্লাশি চান স্বজন হারানোরা 

নয় বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ৩৭০ ফ্লাইটের সন্ধান আজও মেলেনি। এতে থাকা যাত্রীদের পরিবারগুলো উড়োজাহাজটির খোঁজে নতুন করে তল্লাশি শুরু করার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার মালয়েশিয়া সরকারকে সমুদ্রতল অনুসন্ধান বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান ওশান ইনফিনিটিকে এ বিষয়ে কাজ করার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হয়। বোয়িং বি৭৭৭-২০০ উড়োজাহাজটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল ফ্লাইটে। দক্ষিণ ভারত মহাসাগরে উড়োজাহাজটি খোঁজার জন্য মালয়েশিয়া ২০১৮ সালে ওশান ইনফিনিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। উড়োজাহাজটি পাওয়া গেলে সাত কোটি ডলার দেওয়ার প্রস্তাব হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই অভিযান বন্ধ হয়ে যায়। 

 ১৩ কোটি ৫৩ লাখ ডলার খরচ করে দুই বছর ধরে অভিযান চালিয়ে উড়োজাহাজটির কোনো চিহ্ন না পাওয়ার পর মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া ২০১৭ সালের জানুয়ারিতে অনুসন্ধানের সমাপ্তি ঘোষণা করে। এরপর ওশান ইনফিনিটির সঙ্গে অনুসন্ধানের বিষয়ে আলোচনা হয়। 

ওই উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের ভাগ্যে কী হয়েছে তা আজও অজানা। এসব হতভাগ্য যাত্রীদের স্বজনদের সংগঠন ‘ভয়েস ৩৭০’ রোববার বলেছে, এই গ্রীষ্মের প্রথমদিকেই নতুন অনুসন্ধান শুরু করার আশা করেছিল ওশান ইনফিনিটি। অনুসন্ধান সফল হলেই অর্থ দেওয়ার মতো শর্তে প্রতিষ্ঠানটির প্রস্তাব গ্রহণ করতে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানিয়েছেন তাঁরা। 

ফ্লাইট এমএইচ ৩৭০ হারিয়ে যাওয়ার নয় বছর উপলক্ষে একটি স্মরণানুষ্ঠানের পর এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের সদস্যরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এবং ওশান ইনফিনিটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে