হোম > বিশ্ব > এশিয়া

শিশুদের সব বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করল ইরান

কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি, আরবিসহ সব বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএয়ের প্রতিবেদন অনুসারে, ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মাসুদ তেহরানি-ফারজাদ বলেছেন, ‘কিন্ডারগার্টেন, নার্সারি এবং প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এ বয়সেই শিশুদের মধ্যে ইরানি নাগরিকের পরিচয় গড়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞার আওতায় শুধু ইংরেজি নয়, আরবিসহ অন্য ভাষাগুলোও পড়বে।’

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২০১৮ সালেই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। কেবল মাধ্যমিক পর্যায় থেকে বিদ্যালয়গুলোতে ইংরেজি পড়ানো হয়। ইরানের সরকারি ভাষা ফারসি। আরবির বেশ শক্ত প্রভাব রয়েছে ফারসির ওপর। সে সঙ্গে, ফরাসি এবং ইংরেজি শব্দও ঢুকে গেছে ফারসির মধ্যে।

‘ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য’ দূর করতে ২০২২ সালের জুনে ইরানের শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে ফরাসি ভাষা শেখানোর ইঙ্গিত দিয়েছিল। এরপর সেপ্টেম্বরে ইরানের সরকার ইরানি এবং দ্বৈত নাগরিকত্ব থাকা অধিবাসীদের ক্ষেত্রে আন্তর্জাতিক পাঠ্যক্রমের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করে। সে সময় ইরানি শিশুদের দেশের পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতার কথা বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের ফলে ফরাসি ও জার্মান প্রতিষ্ঠানসহ তেহরানের বেশ কিছু আন্তর্জাতিক বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা হঠাৎ করে কমে যায়।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া