হোম > বিশ্ব > এশিয়া

অ্যান্টি–সাবমেরিন হেলিকপ্টার কেনার সামর্থ্য আমাদের নেই: তাইওয়ান

তাইওয়ান জানিয়েছে, তাদের অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার কেনার সামর্থ্য নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি ইঙ্গিত দিয়েছে, খুবই ব্যয়বহুল হওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নতমানের নতুন অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ হেলিকপ্টার কেনার পরিকল্পনা তারা ত্যাগ করেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাইওয়ান এর আগে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশনের তৈরি 12 MH-60R অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র এই দ্বীপদেশের চাহিদা ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাইওয়ানের কাছে বিক্রির বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানের পার্লামেন্টে নতুন মার্কিন অস্ত্র (হেলিকপ্টার) কেনার বিষয় সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং হেলিকপ্টার কেনার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘দাম খুবই বেশি, আমাদের দেশের সামর্থ্যের বাইরে।’ এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুই ধরনের অস্ত্র ক্রয়ও পিছিয়ে গেছে। সেগুলো হলো—M 109 A 6 মাঝারি পাল্লার অটোমেটেড হাউইটজার আর্টিলারি সিস্টেম এবং বহনযোগ্য অ্যান্টি-এয়ারক্রাফট স্টিংগার মিসাইল। 

চিউ কুও-চেং আরও জানিয়েছেন, এরই মধ্যে স্টিংগারের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং প্রয়োজনীয় মূল্যও পরিশোধ করা হয়েছে। তাইওয়ান সেগুলো দ্রুত সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দেবে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা অস্ত্র ক্রয়ের বিষয়টিকে তুচ্ছ কোনো বিষয় বলে বিবেচনা করি না। আমাদের অবশ্যই ব্যাক-আপ পরিকল্পনা আছে।’ 

এদিকে, তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে ক্রমাগত দাবি করেই যাচ্ছে চীন। তবে তাইওয়ান বলছে, তারা স্বাধীন দেশ এবং তাদের অধিকার রয়েছে নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার। তাই দেশটি চীনা আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে সামরিক বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি গ্রহণ করছে। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে