হোম > বিশ্ব > এশিয়া

মানবিক সহায়তার জন্য কাবুল বিমানবন্দরে করিডর খুলছে ৪৮ ঘণ্টার মধ্যে

আফগানিস্তানে মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তা আসার পথ অবশেষে উন্মুক্ত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির কাবুলসহ অন্য বিমানবন্দরগুলোয় এ জন্য বিশেষ করিডর খোলা হবে বলে আশা প্রকাশ করেছে দেশটিতে কাতারের বিশেষ দূত। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলসহ যে কয়েকটি বিমানবন্দর এখনো সচল রয়েছে, সেগুলোয় মানবিক সহায়তা আসার পথ উন্মুক্ত করতে বিশেষ করিডর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খোলা হতে পারে। 

পানশির উপত্যকা এলাকায় এখনো যুদ্ধ চললেও তালেবান সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এ অবস্থায় দেশটির অর্থনীতি ও মানবিক বিপর্যয় সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। আর মানবিক বিপর্যয় সামাল দিতে হলে জাতিসংঘসহ বিভিন্ন দেশের সহায়তা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আকাশপথ ছাড়া এই সাহায্য পৌঁছানোটা কঠিন। আর বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে এখনো তেমন প্রস্তুত নয় তালেবান। এ অবস্থায় কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু আজ শুক্রবার আফগানিস্তানে কাতারের বিশেষ দূত অচিরেই এই সংকট নিরসনে করিডর খোলার কথা জানালেন। 

এদিকে জাতিসংঘ আগেই জানিয়েছে তারা দেশটির কান্দাহার ও মাজার-ই-শরিফসহ বেশ কিছু এলাকায় ইসলামাবাদ থেকে বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়ার একটি পথ তৈরি করেছে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি