হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০ 

আফগানিস্তানে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
নাঙ্গারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছেন, শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নৌকাটি উল্টে যায়। তিনি বলেন, স্থানীয়দের তথ্যমতে নৌকাটিতে শিশুসহ মোট ২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাঁচজন বেঁচে ফিরলেও মারা গেছে ২০ জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নাঙ্গারহারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকাটিতে উদ্ধারকারী দলের পাশাপাশি রয়েছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।

নৌকাডুবির কারণ হিসেবে আফগান গণমাধ্যম বলছে, সেতু না থাকায় এলাকাটির বাসিন্দারা প্রায়ই স্থানীয় নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারে যাতায়াত করেন। ফলে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!