হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০ 

আফগানিস্তানে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
নাঙ্গারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছেন, শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নৌকাটি উল্টে যায়। তিনি বলেন, স্থানীয়দের তথ্যমতে নৌকাটিতে শিশুসহ মোট ২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাঁচজন বেঁচে ফিরলেও মারা গেছে ২০ জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নাঙ্গারহারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকাটিতে উদ্ধারকারী দলের পাশাপাশি রয়েছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।

নৌকাডুবির কারণ হিসেবে আফগান গণমাধ্যম বলছে, সেতু না থাকায় এলাকাটির বাসিন্দারা প্রায়ই স্থানীয় নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারে যাতায়াত করেন। ফলে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত