হোম > বিশ্ব > এশিয়া

দূষণের শঙ্কায় জাপানে মডার্নার ১৬ কোটি ডোজ স্থগিত

দূষণের শঙ্কায় মডার্নার ১৬ কোটি ৩০ হাজার ডোজ কোভিড টিকা প্রয়োগ স্থগিত করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানের আটটি টিকাকেন্দ্রে মডার্না টিকার ৩৯টি ভায়ালে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেছে। ভায়ালগুলো ইনটেক্ট অবস্থাতেই ছিল।

মডার্নার জাপানি ব্যবসায়িক অংশীদার তাকেদা ফার্মাসিউটিক্যাল এবং জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মডার্নার টিকার একটি ব্যাচে এমন উপাদান পাওয়া গেছে। এই ব্যাচটিতে মডার্নার টিকার ৫ লাখ ৬০ হাজার ডোজ ছিল। 

তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা টিকার প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার আসা তিনটি ব্যাচের টিকা প্রয়োগই স্থগিত করা হয়েছে। বিষয়টি মডার্নাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করার জন্য মডার্নাকে অনুরোধ করা হয়েছে।’ 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মডার্না। টিকার ওই ডোজগুলোতে কী ধরনের দূষণ পাওয়া গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাকেদা ফার্মাসিউটিক্যাল। জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ওই তিনটি ব্যাচের টিকার ডোজ একই সময়ে স্পেনে উৎপাদন হয়েছিল।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাৎসুনুবু কাতো বলেছেন, একটি ব্যাচের টিকার ডোজে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেলেও সতর্কতার অংশ হিসেবে বাকি দুটি ব্যাচের টিকার ডোজ প্রয়োগও স্থগিত রাখা হয়েছে। তবে এসব টিকার ডোজ ব্যবহার করে কেউ কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, জাপানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ কোভিড টিকার দুই ডোজ পেয়েছেন। আর প্রায় ৫০ শতাংশ নিয়েছেন টিকার প্রথম ডোজ।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি