হোম > বিশ্ব > এশিয়া

২০ মরদেহ উদ্ধার, বাকিদের জীবিত থাকার সম্ভাবনা কম

নেপালে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্রমশ কমে আসছে এখনো নিখোঁজ থাকা বাকি দুজনের বেঁচে থাকার সম্ভাবনাও। গত রোববার হিমালয়ের পাদদেশে নেপালের মাস্তাং জেলার তাশাং এলাকার পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নেপালি সংবাদমাধ্যম দ্য রাইজিং নেপাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার নেতৃত্ব দেওয়া নেপালি সেনাবাহিনীর মেজর জেনারেল বাবুরাম শ্রেষ্ঠা নিহত ২০ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুই জার্মান, চারজন ভারতীয় এবং বিমানের পাইলট, ফার্স্ট অফিসার ও ক্রুসহ মোট ১৬ জন যাত্রী নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডি হ্যাভিল্যান্ড কানাডার ডিএইচসি–৬–৩০০ সিরিজের ওই টুইন অটার বিমানটি রোববার সকালে উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি নেপালের পর্যটন শহর পোখারা থেকে উড্ডয়ন করেছিল। বিমানটি ভূমি থেকে প্রায় ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় হিমালয় পর্বতমালার একটি খাঁড়া ঢালে বিধ্বস্ত হয়। 

দ্য কাঠমাণ্ডু পোস্টের ওই প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ বাকি দুজনের বেঁচে থাকার সম্ভাবনা কম। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ এ বিষয়ে বলেছেন, ‘এই ঘটনায় জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা খুবই সামান্য। 

এদিকে, নেপালের আরেকটি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, বন্ধুর স্থলভাগ এবং বাজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে মাস্তাংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা বলেছেন, ‘সেখানে প্রচুর ভারী মেঘ থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তারপরও নিখোঁজদের উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে।’ 

অপরদিকে, দুর্ঘটনায় নিহত নেপালি নাগরিকদের স্বজনদের আহাজারি চলছে দুর্ঘটনাস্থলের নিচের সমতলে। দুর্ঘটনায় নিহত বিমানটির কো–পাইলট (ফার্স্ট অফিসার) উস্তভ পোখরেলের বাবা মণিরাম পোখরেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার সন্তানের মরদেহের জন্য অপেক্ষা করছি।’ 

তবে, উদ্ধারকারী বাহিনী এবং মাস্তাংয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ শনাক্তকরণের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি