হোম > বিশ্ব > এশিয়া

স্পিকারকে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার আহ্বান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান। 

এদিকে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশনে যোগ দেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

বিশ্লেষকেরা বলছেন, সরকার বিরোধীদের হতাশ করতে ভোট বিলম্বিত করছে। 

ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে। 

এদিকে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগের রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন। তবে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে যদি কোনো গোষ্ঠী পাকিস্তানের ক্ষমতায় আসীন হতে চায়, সে ক্ষেত্রে তা মেনে নেবেন না বলে উল্লেখ করেছেন তিনি। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত