হোম > বিশ্ব > এশিয়া

সাংহাইয়ে প্রথমবারের মতো করোনায় ৩ জনের মৃত্যু

চীনে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এতে প্রথমবারের মতো দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত সাংহাইয়ে করোনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সাংহাইয়ের স্বাস্থ্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পর এই প্রথম করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৮৯ থেকে ৯১ এর ভেতর। তারা কিছু রোগে ভুগছিলেন এবং কেউই করোনার টিকা নেননি। 

স্বাস্থ্য কমিশন বলছে, আজ সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চীনা সরকার সাংহাইয়ে কঠোর লকডাউন দিয়েছে। দেশটির জিরো কোভিড নীতির পরও সাংহাইয়ে করোনা রোগী বেড়েই চলেছে। এরপরই আজ প্রথমবারের মতো মৃত্যুর খবর পাওয়া গেল। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করতে থাকে। এ জন্য ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫