হোম > বিশ্ব > এশিয়া

সাংহাইয়ে প্রথমবারের মতো করোনায় ৩ জনের মৃত্যু

চীনে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এতে প্রথমবারের মতো দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত সাংহাইয়ে করোনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সাংহাইয়ের স্বাস্থ্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পর এই প্রথম করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৮৯ থেকে ৯১ এর ভেতর। তারা কিছু রোগে ভুগছিলেন এবং কেউই করোনার টিকা নেননি। 

স্বাস্থ্য কমিশন বলছে, আজ সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চীনা সরকার সাংহাইয়ে কঠোর লকডাউন দিয়েছে। দেশটির জিরো কোভিড নীতির পরও সাংহাইয়ে করোনা রোগী বেড়েই চলেছে। এরপরই আজ প্রথমবারের মতো মৃত্যুর খবর পাওয়া গেল। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করতে থাকে। এ জন্য ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট