হোম > বিশ্ব > এশিয়া

অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে মিয়ানমারের জান্তাপ্রধান

ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।

উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।

তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে