হোম > বিশ্ব > এশিয়া

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান  

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান।  সেখানে বক্তব্য  দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তারা।   

তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এই  আগ্রহের কথা জানিয়েছেন। বিষয়টি জাতিসংঘের একটি কমিটি বিবেচনা করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এদিকে তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহেল শাহীনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। 

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলকারী গোষ্ঠীটি বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের দূত এখন আর প্রতিনিধিত্ব করছেন না। 

তালেবানের আহ্বানের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, উচ্চপর্যায়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান  একটি কমিটি বিবেচনা করছে, যে কমিটির ৯ সদস্যের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। 

তবে আগামী সোমবার অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের কথা বলার সম্ভাবনা নেই। ততক্ষণ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে থাকবেন গোলাম ইসাকজাই। তিনি গণি সরকারের সময় থেকে জাতিসংঘের আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। 

গোলাম ইসাকজাই আগামী ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিন বক্তব্য দেবেন বলে আশা করা যাচ্ছে। তবে তালেবান বলছে, তিনি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না। 

এদিকে মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে কাতার বিশ্বনেতাদের তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, বয়কট করলে কেবল মেরুকরণ ও প্রতিক্রিয়া তৈরি করবে। আলোচনা করলে তা ফলপ্রসূ হতে পারে। 

এর আগে কাতার তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করেছিল। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের