হোম > বিশ্ব > এশিয়া

আফগান বাহিনী-তালেবানের তুমুল লড়াই চলছে, রাস্তায় পড়ে আছে মরদেহ 

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

 জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসিকে জানান, রাস্তায় প্রচুর মরদেহ পড়ে রয়েছে। আমরা জানি না তাঁরা বেসামরিক নাগরিক না-কি তালেবান। 

আফগানিস্তানের লস্করগাহে সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন। 

এদিকে তালেবান সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার দখলেরও চেষ্টা করছে। পাশাপাশি লস্করগাহ-এর বেশি কিছু জেলা ইতিমধ্যে দখলে নিয়ে বিদ্রোহীগোষ্ঠী তালেবান। 

একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমরা কঠিন সময় পার করছি। তালেবানরা ভূমি দখলে নিচ্ছে এবং সরকার বাহিনী আকাশ পথ দখলে নিয়েছে। 

গত সপ্তাহান্তে হেলমান্দের প্রাদেশিক কাউন্সিলর আতাউল্লাহ আফগান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

এদিকে যে সব আফগান জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাঁরা খাদ্য, পানি এবং ওষুধ সংকটে ভুগছেন।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২