ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৮৫ জন আরোহী নিয়ে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ঘটা এ দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে ফিলিপাইনের সেনাপ্রধান বলেন, ‘সি-১৩০ বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। আমরা প্রার্থনা করছি, যাতে আরও জীবন বাঁচাতে পারি।’
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানিয়েছেন, এ পর্যন্ত ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
বিমানটিতে থাকা বেশির ভাগ আরোহী সামরিক প্রশিক্ষণে স্নাতক। তাঁদের ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের তৎপরতা বেশি। তাদের দমাতে এই অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করে রেখেছে দেশটির সরকার।