হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত সিরিয়ার আধাসামরিক বাহিনীর সৈন্যরা

সিরিয়ার আধাসামরিক বাহিনীর বেশ কয়েকজন যোদ্ধা বলেছেন তাঁরা রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু কেন্দ্রীয় পর্যায় বা সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় তাঁরা যেতে পারছেন না। সিরিয়ার প্যারামিলিটারি ফোর্স (আধাসামরিক বাহিনী) ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) দুই কমান্ডার সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রোববার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের কমান্ডার সিরিয়ার শহর সুকাইলাবিয়াহ থেকে টেলিফোনে রয়টার্সের সঙ্গে আলাপকালে নাবিল আবদুল্লাহ বলেছেন—তিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন শহরে করা যুদ্ধের প্রেক্ষিতে অর্জিত অভিজ্ঞতাকে ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে ব্যবহার করতে প্রস্তুত।

নাবিল আরও বলেন, ‘আমরা সিরিয়া ও রুশ নেতৃত্বের কাছ থেকে নির্দেশনা পেলেই এই ন্যায়যুদ্ধে লড়ব।’ রাশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে মোতায়েন করার জন্য মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক গ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার মাত্র ৫ দিনের মাথায় নাবিল আবদুল্লাহ এই মন্তব্য করলেন।

নাবিল আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা এই যুদ্ধকে ভয় করি না এবং আমরা প্রস্তুত, এখন কেবল যোগ দেওয়ার নির্দেশের অপেক্ষায় আছি। আমরা তাঁদের এমন যুদ্ধ কৌশল দেখাব যা তাঁরা এর আগে কখনো দেখেনি...আমরা রাস্তায় রাস্তায় যুদ্ধ করব এবং (সিরিয়ায়) আমাদের যুদ্ধের সময় আমরা যে কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাজিত করেছিলাম তা সেখানে প্রয়োগ করব।’ 

এই বিষয়ে মন্তব্যের জন্য ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়টার্স যোগাযোগ করলে সে বিষয়ে কোনো জবাব দেয়নি মন্ত্রণালয়। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। 

সিরিয়া মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে মস্কোর সহায়তায় দেশের বেশির ভাগ অঞ্চলেই বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে বাশার আল-আসাদের বাহিনী। 

উল্লেখ্য, এনডিএফ সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকেই আসাদপন্থী মিলিশিয়াদের নিয়ে গঠিত হয়েছিল। যুদ্ধ স্তিমিত হওয়ায় এনডিএফকে নিষ্ক্রিয় করা হয়েছে। এনডিএফের সদস্য সংখ্যা কয়েক হাজার। 

সিরিয়ার বিশেষজ্ঞরা বলছেন—ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এনডিএফ রাশিয়ার জন্য সেনা নিয়োগের একটি সম্ভাব্য বড় বিকল্প হতে পারে। 

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান