হোম > বিশ্ব > এশিয়া

ইসলামি বিশ্বাস ও নৈতিকতার আলোকে দেশের উন্নয়নের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়াকে মদিনা রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বলেছেন, দেশের উন্নতি হতে হবে ইসলামি বিশ্বাস মূল্যবোধের ওপর ভিত্তি করে। আজ রোববার রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরে তুরাস ইসলামি ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ প্রোগ্রামে এ কথা বলেন তিনি। 

আনওয়ার ইব্রাহিম বলেন, ‘কেবল বিভিন্ন আবিষ্কার নয়, দেশের উন্নয়ন অর্জন করতে হবে ইসলামি বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুসারে, আসুন আমরা আল-আমাল লিল্লাহি তালা বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং এর আন্তরিকতা বৃদ্ধি করে বাঁচি এবং একই সঙ্গে এই চেতনাকে এই দেশে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করি।’ 
 
গত ২৬ মে শুরু হওয়া এই আয়োজনের অনুষ্ঠানটিতে সেলাঙ্গরের মেন্তেরি বেসার দাতুক সেরি আমিরুদিন শারি এবং মিসরের সাবেক গ্র্যান্ড মুফতি অধ্যাপক আলী জুমআহ উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাপনী এই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, এই অঞ্চলের মুসলমানদের দৈনন্দিন জীবনে তুরাস বা ধ্রুপদি ইসলামি গ্রন্থের অধ্যয়নের বিষয়টি পুনরুজ্জীবিত করা। 

আনোয়ার মুসলমানদের সব পরিস্থিতিতে ও সব স্থানে ইসলামের চেতনাকে মূর্ত ও অনুশীলনে ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা অবশ্যই আন্তরিকতা থেকে হতে হবে এবং তা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা মন্ত্রণালয়ে বা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন যখনই হোক না। 

এ সময় তিনি অনুষ্ঠানের আয়োজন করায় ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ আমিরুদ্দিন ও সেলাঙ্গর রাজ্য সরকারকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তিনি বলেন, এ ধরনের আয়োজন নবী মুহাম্মদ (সা.)—এর প্রশংসা ও সম্মান করার জন্য মুসলমানদের সংকল্পকে উৎসাহিত করে।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী