হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ

তালেবান ক্ষমতা পুনর্দখলের পর আফগানিস্তানের করোনার টিকাকরণ ৮০ ভাগ কমে গেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত যে অল্প ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অর্ধেকেরই মেয়াদ শেষ হওয়ার পথ। 

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। গত মাসে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু পর থেকেই একের পর এক আফগান এলাকা দখল শুরু করে তালেবান। 

ইউনিসেফের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান ক্ষমতায় নেওয়ার পর টিকাকরণ ৮০ ভাগ কমেছে। 

ইউনিসেফ জানায়, ১৫ আগস্ট আফগানিস্তানের ৩৪ টির মধ্যে ২৩টি প্রদেশে ৩০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগের সপ্তাহে দেশটিতে টিকাকরণ করা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৬০০ জনকে। 

এ প্রসঙ্গে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, টিকাকরণ কমে যাওয়ার কারণ আমরা সবাই বুঝতে পারছি। সেখানে  বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। 

তবে টিকা নিয়ে তালেবানের সন্দেহের কারণে টিকাকরণ কমে গেছে কি-না তা নিয়ে কোনো মন্তব্য ইউনিসেফের পক্ষ থেকে করা হয়নি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  তথ্যানুযায়ী, আফগানিস্তানে মোট জনসংখ্যা চার কোটি। কিন্তু চলিত বছরের ২০ আগস্ট পর্যন্ত ১২ লাখ মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি